মোঃ জসিম মিয়া চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আব্দুল হাই (৫৮) নামের এক কাপড় ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।
আজ ১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটে জারুলিয়া থেকে ডুলনা যাওয়ার কাঁচা রাস্তার এক কোণায় এ ঘটনা ঘটে। স্থানটি জনৈক জয়নালের পরিত্যক্ত ঘর থেকে দক্ষিণ দিকে প্রায় ১০০ হাত দূরে।
নিহত আব্দুল হাই জারুলিয়া শেখ বাড়ির বাসিন্দা ও স্থানীয় বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার পিতা মৃত আব্দুল ছাত্তার। তিনি প্রায় ১৫ বছর আগে তার আপন মামা শ্বশুর আঃ আওয়াল এর কাছ থেকে ৫২ শতক জমি ক্রয় করে সেখানে বাঁশ রোপণ করে ভোগ দখলে রেখেছিলেন। কিন্তু আঃ আওয়ালের সৎ ভাইদের সাথে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদীরা হলেন- মাতাব্বর (৩৪), পেশায় দুবাই প্রবাসী, কাপ্তান (৩৮), রানু (২৮), কাজল এবং মিনা (৫০)। সকলেই মহররম আলীর পরিবারভুক্ত এবং গেরারুক গ্রামের বাসিন্দা।
আজ দুপুরে নিহত আব্দুল হাই তার শ্যালক মোঃ দুলাল আহমদ (৪৫) ও ভাতিজা সোহেল মিয়া (৪০) কে নিয়ে নিজের জমি থেকে কিছু বাঁশ কেটে রাস্তার পাশে রাখেন। এ সংবাদ পেয়ে বিবাদীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় আব্দুল হাই এর মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মারা যান।
ঘটনার পর চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ও এসআই মৃদুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ নুর আলম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
দ.ক.সিআর.২৫