প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৩১ এ.এম
মাধবপুরে যুবলীগ নেতা বাচ্চুকে গ্রেফতার
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি বেসরকারি স্থাপনা ভাংচুর এর অভিযোগে যুবলীগ নেতা মোঃ বাচ্চু মিয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়,শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে পুরাইকলা গ্রামের মৃত মিয়া ধন এর পুত্র ও বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে বাচ্চু মিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়াও বর্তমানে সে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র করছে বলে তথ্য পাওয়া গেছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত