নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা এবং একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।সোমবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯ টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মালিক বিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা এবং একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। যার মূল্য ৪৯ লক্ষ ৬৬ হাজার ৮ শত টাকা। আটককৃত মালামাল এবং কাভার্ড ভ্যানের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
দ.ক.সিআর.২৫