➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সীমান্তের তারকাটা বেড়ার উপর দিয়ে অভিনব কায়দায় বস্তার বস্তা মাদক আনার একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছেন স্থানীয় জীবন মিয়া নামে এক মাদক কারবারি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জীবন মিয়া তার MD Jibon (Jibon Ahmed) নামে ফেইসবুক
আইডিতে ১৬ সেকেন্ডের ওই চাঞ্চল্যকর ভিডিওটি প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, সীমান্তের কাঁটা তারের উপর দিয়ে ভারতের পাশ থেকে শত শত মাদকের বস্তা বাংলাদেশের ভিতর ফেলা হচ্ছে। অন্তত ৮-১০ জন বাংলাদেশী মাদকের বাহক তা লোফে নিচ্ছে। আরও দেখা যায়,সীমান্তে ভারতীয় হাইভোল্টেজ স্ট্রীট লাইটও জ্বলছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কাঁটাতারের উপর দিয়ে মাদক আনার ওই দৃশ্যটি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী পিলার নং ১৯৯৯ ও ২০০০ এর মধ্যে মধ্যবর্তী স্থান। মাদক কারবারি জীবন মিয়া ওই চক্রের সক্রিয় সদস্য।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় জীবন মিয়া মাদককের ক্যারিয়ার (বাহক) হিসেবে পরিচিত। সে উপজেলার ধর্মঘর ইউপির রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের পুত্র। বিগত ৩ অক্টোবর বিজিবি ২৫ ব্যাটলিয়নের সদস্যরা তাকে ৩২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে মাধবপুর থানায় মামলা দেয়। এছাড়াও মাদক সংক্রান্ত অনেক চাঞ্চল্যকর ছবি ও ভিডিও তার ফেসবুক আইডিতে পোস্ট করা রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় বিজিবির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
যোগাযোগ করা হলে হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সুনির্দিষ্ট প্রমাণ পেলে আমরা অভিযান করবো সেখানে।
দ.ক.সিআর.২৫