নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নির্বিঘ্নে বোরো ধান কর্তনের লক্ষ্যে কম্বাইন্ড হার্ভেস্টার দ্বারা ধান কর্তন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে ধান কর্তন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার কম্বাইন্ড হার্ভেস্টার মালিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সাহানা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা সাহানা সুলতানা বলেন, আজ থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ চলমান থাকবে। কৃষকরা মনপ্রতি ১৪৪০ টাকা হারে ১৪% আদ্রতায় খাদ্য গুদামে ধান দিতে পারবেন।
পরবর্তীতে পশ্চিম আন্দিউড়া কৃষি মাঠে যন্ত্র দ্বারা বোরো ধান কর্তন পরিদর্শন করেন, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আখতারুজ্জামান।
মাঠে দন্ডায়মান ধান ৮০% পাকলে দ্রুত কেটে ঘরে তুলতে পরামর্শ দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, এ বছর বোরো মৌসুমে ১২ হাজার ১শ হেক্টর জমিতে প্রায় ৪৬ হাজার মেট্টিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
দ.ক.সিআর.২৫