➖
কালনেত্র প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান “সফল যাঁরা, কেমন তাঁরা’র ৩য় পর্ব।
সেবা’র উদ্যোগে ইতোমধ্যে সফলভাবে দুইবার অনুষ্ঠিত হয়েছে “সফল যারা, কেমন তারা” শীর্ষক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানটি। চুনারুঘাট উপজেলার বিভিন্ন সফল ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের সঙ্গে তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন, সফল হওয়ার পেছনের গল্প বলেন এবং ভবিষ্যতের পথচলায় সাহস ও প্রেরণা যোগান।
এবার তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে “সফল যাঁরা, কেমন তাঁরা” অনুষ্ঠানটি।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— চুনারুঘাট উপজেলার গর্ব কাউন্সিলর সমতা খাতুন, মেয়র, লন্ডন বরো অব ক্যামডন।
গাজিউর রহমান গাজী, প্রেসিডেন্ট, চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউকে।
তাঁদের সাফল্যের গল্প আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করবে।
স্থান: প্রশিক্ষণ কক্ষ, উপজেলা কৃষি অফিস, চুনারুঘাট
তারিখ: ২৬ এপ্রিল ২০২৫
সময়: ০১.০০ ঘটিকা
আসুন, সাফল্যের গল্প শুনি- সাফল্যের স্বপ্ন দেখি।
দ.ক.সিআর.২৫