➖
বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া খনন কাজের জন্য এলজিডির ৮৬ লক্ষ টাকার টেন্ডার হয়। এতে খালের আশেপাশে বাড়িঘর থাকায় খনন কাজে বাঁধা প্রদান করেন এলাকার স্হানীয় নারী পুরুষ।
স্হানীয় সূত্রে জানাযায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর বনগাঁও গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে ইছালিয়া খাল, এটি বাংলাদেশ সীমান্ত এলাকা দুধপাতিল হয়ে ভারতের ত্রিপুরার সাথে যুক্ত হয়ে গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের খোয়াই নদীর সাথে যুক্ত হয়েছে। বিগত কয়েক বছর যাবত বাংলাদেশ সরকারের খনিজ মন্ত্রণালয়ের মাধ্যমে বালু উত্তলনের লিজ দেয়। বালু উত্তোলনের ফলে খালটি অনেক গভীর হয়ে আশেপাশে অনেক বড় হয়েছে। গত কিছুদিন পৃর্বে চুনারুঘাট উপজেলা এলজিডি কর্মকর্তা ও সারবেয়ার আবুলা কালাম সহ টেন্ডার কৃত ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে স্হানীয় লোকজন বাঁধা দেয়।
আজ মঙ্গল বার ২৯ এপ্রিল তারিখে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া এবং চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম, চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, চুনারুঘাট উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার সহ পরিদর্শনে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্হানীয় জনতা খাল খনন না করতে অনুরোধ করেন।
স্হানীয় লোকজন আরো বলেন যদি খাল খনন হয় তাহলে আমাদের বাড়ি ঘর খালের গর্ভে বিলীন হয়ে যাবে। প্রয়োজনে আমাদের জীবন দেবো তবুও খাল খনন করার সুযোগ দেব না।
মুলত খাল খনন করা বিষয় নয়, সরকারি টাকা আত্মসাৎ করার লক্ষ্যে প্রয়োজনে আমরা জেলা প্রশাসক সহ সংলিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের কাছে যাব। এমন ভুল পরিকল্পনা হাতে নেওয়ায় গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আলী স্হানীয় জনতার তোপের মুখে পরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল খনন করতে কোন নির্দেশনা দেন নাই।
দ.ক.সিআর.২৫