প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১১:৩৮ এ.এম
মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার
➖
নাহিদমিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে শুকনো মরিচের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় ৬ কেজি ভারতীয় গাঁজাসহ খলিল মিয়া (৩৮) এবং ইলিয়াস মিয়া (২৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল ও এএসআই শহীদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে
মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে রাস্তায় নিয়মিত চেক পোস্ট বসিয়ে অভিযান চলাকালে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে মরিচের বস্তা তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ০৬ কেজি গাঁজা উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির হলো উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফুরুক মিয়ার ছেলে খলিল মিয়া (৩৮), এবং শাহাজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মসকুদ আলীর ছেলে ইলিয়াস মিয়া (২৬)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জব্দকৃত গাজা সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত