সন্তানের সুন্দর ভবিষ্যৎ এর জন্য আপনার সময়টুকু শুধু বিনিয়োগ করুন
সম্পাদকীয়▪️ সন্তান যদি বাবা-মায়ের তিক্ত সম্পর্কের মধ্যে বড় হয়, তাহলে পরবর্তীতে তার নিজের জীবনও চ্যালেঞ্জিং হতে পারে, কারণ বাবা বা মায়ের এই তিক্ত সম্পর্কের পেছনে অনেক ক্ষেত্রেই তাদের বাবা-মার তিক্ত সম্পর্ক কঠিন ভুমিকা রাখে।
ইদানিং পাওয়ারফুল পেরেন্টিং লিডারশীপ ওয়ারশপ/সেমিনার দেশের বিভাগীয় শহরগুলোতে শুরু হয়েছে। সেখানে বাবা মায়ের অংশগ্রহন তিক্ত সম্পর্ক হতে দূরে রাখতে সাহায্য করবে।
ডি.কে সিআর/২৪