চুনারুঘাট প্রতিনিধি: গতকাল সোমবার ০৭/০৭/২০২৪ খ্রিঃ রাত আনুমানিক ০২ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউনিয়নের অন্তর্গত গনকিরপাড় সাকিনের মোঃ আফরোজ মিয়াকে রাতের অন্ধকারে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
উক্ত ঘটনায় চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
অত্র জেলার চৌকস ও বিচক্ষণ পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম মহোদয়ের নির্দেশনায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায় এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) লিটন রায় সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মনির হোসেন তালুকদার, এএসআই (নিঃ) আক্তার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ০৮/০৭/২০২৪ খ্রিঃ দুপুর দেড় ঘটিকার সময় চুনারুঘাট থানাধীন ০২ নং আহম্মদাবাদ ইউপির অন্তর্গত দক্ষিণ ছয়শ্রী সাকিনে অভিযান পরিচালনা করিয়া বর্ণিত হত্যার ঘটনায় জড়িত এজাহার নামীয় আসামী মোঃ জালাল মিয়া (২৭), পিতা-মোঃ জহুর হোসেন, সাং-গনকিনপাড় (হুরা টিলা), থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কে সিআর/২৪