কালনেত্র◾ বাংলাদেশের অতি ধর্মান্ধতা ও অতি মাত্রায় আধুনিকতার যাঁতাকলে হারিয়ে যাচ্ছে বাংলা ভাষার মূল সম্পদ শব্দ ভান্ডার।
আগেকার কবিতায় আমাদের নূতন প্রজন্ম বিভিন্ন শব্দের অর্থ সহ ব্যবহার জানতে পারতো, কিন্তু বর্তমান বইয়ের কবিতা, ছড়ার যে অবস্থা, তাতে করে শিক্ষা পদ্ধতি বা ব্যবস্থার দিকে শুধু ঘৃণায় আসে মন থেকে।
যেই শিক্ষা ব্যবস্থা তাঁর স্বরূপ ভুলিয়ে দেয়, সেই শিক্ষা ব্যবস্থা কোনদিন সভ্য জাতি গঠন করতে পারে না। যেখানে আমরা পড়ে পড়ে বড় হয়েছি কবি শরৎচন্দ্রের গল্প আর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা।সেখানে আজকে পড়ানো হয় রুচিহীন লেখকের গল্প আর কবিতা। অথচ যাঁহারা ছিলেন বিশ্বস্বীকৃত তাঁদের লেখনীর জন্য, যেই শরৎচন্দ্র বাংলা গদ্যের জনক, আর যেই সত্যেন্দ্রনাথ দত্ত পদ্যের জনক তথা ছন্দের যাদুকর ছিলেন আজ সেই মহান লেখক, কবিদের লেখা বাদ দিয়ে বাংলা ও বাঙালীর মূল পরিচয়টাকেই রাষ্ট্রীয়ভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে।
হাজার বছরের বাঙালির ইতিহাস ঐতিহ্যের গৌরব বাংলা ভাষার সম্পদ রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল হওয়া বাঞ্চনীয়।
কে/সিআর/২৪