1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

তথ্য গোপনকারি সেই পুলিশ কনেস্টবলের বিরুদ্ধে আইজিপি বরাবর লিখিত অভিযোগ।

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

কালনেত্র প্রতিনিধি◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান আমীর হোসেন এর বিরুদ্ধে পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগ করেছেন স্হানীয় এক সাংবাদিক মীর জুবাইর আলম।

 

তিনি অভিযোগে উল্লেখ করেন, আমীর হোসেন তথ্য গোপন করে পুলিশ কনেস্টবল পদে চাকরিতে যোগদন করেছেন। আমীর হোসেন লেখাপড়া অবস্থায় বক শিকার করতেন। বক পাখির আঘাতে তার চোখে কিছু অংশ নষ্ট হয়ে যায়। পরে তিনি চোখ অপারেশন করে সুস্থ্য হলেও একটি চোখ ছোট হয়ে যায়।

 

২০১৪ সালে বাংলাদেশ পুলিশে চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ হলে মুক্তিযোদ্ধা সন্তান কুটায় আমির হোসেন চাকরিতে নিজের জায়গা করে নেন। পুলিশে যোগদানের সময় তার চোখের সমস্যা ধরা পড়লে চোখটি জন্মগতভাবে সমস্যা বলে পার পেয়ে যান।

 

পুলিশ কনেস্টবল আমীর হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। পুলিশ কনেস্টবল আমীর হোসেন এর চোখের সমস্যার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সিলেট মেট্রোপুলিশের কমিশনারের নজরে আসে। সিলেট মেট্রোপুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে পুলিশ কনেস্টবল আমীর হোসেনের চোখের সমস্যাটি জন্মগত নয়। তবে তিনি কিভাবে চোখে এতবড় সমস্যা নিয়েও পুলিশে দীর্ঘ ১০ বছর যাবত চাকরি করছেন বিষয়টি তদন্ত করে এমন সমস্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে। তবে শুনেছি তার বিরুদ্ধে পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। যেহেতু পুলিশের আইজিপি মহোদয়ের কাছে অভিযোগ এসেছে, তিনি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে সাংবাদিককে জানান মেট্রোপুলিশ কমিশনার।

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট