নিজস্ব প্রতিনিধি◾
হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নিজস্ব প্রতিনিধি ফুল মিয়াকে প্রকাশ্যে হত্যার উদ্দ্যেশে হামলার অভিযোগে চুনারুঘাট পৌর শহরের ধলাইপাড় এলাকার বাদল মিয়ার পুত্র আল রাজি অনিক (২২) এর বিরুদ্ধে মামলা।
এ বিষয়ে বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার প্রতিনিধি ফুল মিয়া বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক নাম্বার থেকে মোবাইল ফোনে মোঃ ফুল মিয়াকে দেখা করার বাহানায় কল দিয়ে আসছে পৌরসভার বাসিন্দা আল রাজি অনিক। গত ২১ সেপ্টম্বর রাত সাড়ে ১০ ঘটিকার সময় ফুল মিয়া চুনারুঘাট বাজারে অবস্থান করছে জেনে আরও ৩/৪ জন সঙ্গী সমেত আল রাজি অনিক এসে ফুল মিয়াকে মারধর করে এবং তার হাতে থাকা দেশীয় অস্ত্র রানদার কুপে ফুল মিয়ার মাথা ফাটিয়ে দেয়। এতে ফুল মিয়া যথাস্থানে মাটিতে লুটে পড়লে অনিক ও তার সঙ্গীয়রা ফুল মিয়ার পকেটে থাকা ৩০৭০০ টাকা এবং একটি এন্ড্রোয়েড ফোন নিয়ে পালিয়ে যায়। তখন আশেপাশের লোকজন ফুল মিয়ার চিৎকার শুনে তাকে তাক্ষনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এতে ফুল মিয়া প্রাণে রক্ষা পায়।
আল রাজি অনিকের সঙ্গে থাকা উল্লেখ্যযোগ্য আরেক আসামী হলেন- মো: রাব্বি মিয়া (২০) পিতা মিলন মিয়া সাং লক্ষিপুর, ৯নং ওয়ার্ড চুনারুঘাট পৌরসভসা, চুনারঘাট, হবিগঞ্জ।
২৫ সেপ্টম্বর বেলা ১২.৩০ ঘটিকার সময় উক্ত বিষয়ে চুনারঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। মামলা নং ১৮/১৯৯ ধারা ৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/ ৩৭৯/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। মামলায় উল্লেখ করা হয়, আসামী আল রাজি অনিক ফুল মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মাথায় আঘাত করে এবং জীবন নাশের হুমকি প্রদান করে বলে অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে ফুল মিয়া বলেন, পৌরসভার এসআর এন্টারপ্রাইজের সম্মুখে অনিক যে আমাকে প্রকাশ্যে জীবননাশের জন্য মাথায় আঘাত করে পকেটে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়, সেটা পৌরসভার বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত থেকে দেখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌরসভার সাবেক কমিশনার হরমুজ আলী। যিনি এই মামলার প্রধান স্বাক্ষী হিসাবে আছে।
ব.ক.সিআর-২৪