
প্রেস বিজ্ঞপ্তিঃ
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রম চালু করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বাংলাদেশের সকল এমপিও এবং সরকারি হাই স্কুল, কলেজ ও মাদ্রাসায় রেড ক্রিসেন্ট তহবিল রয়েছে। এবং বৎসরান্তে সকল শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট ফি আদায় করছে।
চুনারুঘাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আওতায় চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম চালুর লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের মধ্য থেকে ৫৩ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন করা হয়েছে। এর পরবর্তীতে শিক্ষার্থীদের সমবায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চুনারুঘাট উপজেলার যুব প্রধান ও নির্বাহী সাইফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইনচার্জ সালেহা খানম।
শিক্ষার্থীদের এ সময় প্রাথমিক চিকিৎসা, মৌলিক দূর্যোগ প্রশিক্ষণ সহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে৷
দ.ক.সিআর.২৪