➖
ড. মঞ্জুরে খোদা তরিক◾
জাতীয় পার্টির সাথে আমাদের প্রেম থাকার কোন কারণ নেই। উচ্চমাধ্যমিক-কলেজ জীবনের পুরো সময় এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এরশাদের সারে ৯ বছরের ৭ বছরই নিজের বাড়ীতে ঘুমাতে পারিনি। এই সারে ৯ বছরে সাবেক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে যেয়ে আমাদের গেরিলা ট্রেনিং হয়েছে। এরশাদের পতনের পরও আমরা কারো বাসা-বাড়ী-অফিস-ব্যবস্যায়-শিল্পে হামলা করিনি। এরশাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডা: এম এ মতিনের বাড়ী আমাদের পাড়াতেই, তাঁর বাড়িতে ফুলের টোকাও পড়েনি। এটাই ছিল আমাদের রাজনৈতিক মূল্যবোধ।
সেই সময় হাজার হাজার আন্দোলনকারী মামলা খেয়েছে, জেলে গেছে, পরীক্ষা দিতে পারেনি। সামারিক ট্রাইব্যুনালে শতশত নেতাকর্মীর জেল হয়েছে, হুলিয়া নিয়ে ঘুরেছে। তারা কেউ আপনাদের মত ৩৪ দিনের বিপ্লবী ছিল না।
জাতীয় পার্টির বিরুদ্ধে ক্রোধ থাকলে আমাদের থাকার কথা। কিন্তু আমরা তো তাদের নিষিদ্ধ চাইনি। তাদের অফিসে আগুন দেইনি। ৯০ পরবর্তি নির্বাচনের এরশাদ সাহেব জেলে থাকলেও তাঁর দল ৩৫টি সিট পেয়েছিল। ভোটের হিসেবে জাতীয় পার্টি এখনো অফিসিয়ালি বাংলাদেশের তৃতীয় বৃহ্ত্তম দল।
আপনার গণতন্ত্রের কথা বলবেন আর কোন দলের অফিস ঘোষণা দিয়ে জ্বালিয়ে দেবেন। এটা তো রীতিমতো সন্ত্রাস, জঙ্গীবাদ, দস্যুবৃত্তি। বাংলভাই এই কাজ করেছিলো, সে জন্য তাকে ফাঁসিতে লটকানো হয়েছিল। জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোষর তাহলে আপনাদের শপথ অনুষ্ঠানে তাদের দাওয়াত দিয়েছিলেন কেন?
ছাত্রলীগ কি ঘোষণা দিয়ে কখনো কারো অফিস জ্বালিয়ে দিয়েছে? এরা তো দেখছি ছাত্রলীগের চেয়েও ভয়ংকর। নব্য ফ্যাসিস্ট। কি চমৎকার! এক স্বৈরাচার গেল আরেকটার উত্থান ঘটলো! বিজ্ঞান বলে, কোন স্থানের বায়ু শূণ্য হলে অন্য স্থানের বায়ু সেই স্থান দখলে করে। তারমানে এরা শেখ হাসিনার শূণ্যতা পুরণ করছে!! কি ভয়ঙ্কার!!
এদের হাতে দেশ কোনভাবেই নিরাপদ নয়!! আর এদের সাথে থাকা বুড়োগুলো বসে কি করছে?? রাষ্ট্রের সুবিধা নিয়ে আরাম করছে? জাতীয় পার্টির দোষ অনেক, তার জন্য আইন, আছে বিচার আছে। যদি থাকে? সেটা তারা দেখবে। বাংলাদেশের চলমান সংকট নিয়ে কেবল ট্রাম্প বলেছে, সহসাই অন্যরাও বলবে।
ঘোষণা দিয়ে একটি রাজনৈতিক দলের কার্য্যালয়ে হামলা ও আগুন দেয়ার ঘটনা অনেক বড় ঘটনা। এদের কলিজায় অনেক বাতাস। এটা কি চুপ্পুকে ক্ষমতা থেকে হঠাতে না পারার জ্বালা! সেটা তো ঠেকিয়ে দিয়েছে বিএনপি! আপনাদের কোমড়ে এত জোড় তো নয়া পল্টনে যান দেখি!! হাসনাত আর সারজিসরা ছাত্রদের সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে!! বাংলাদেশ এখন একটি ব্যর্থ রাষ্ট্র।
লেখক: ড. মঞ্জুরে খোদা তরিক, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
দ.ক.সিআর.২৪