1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রেসক্লাবের ২য় ধাপে সদস্য অন্তর্ভুক্ত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক◾

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সাংবাদিকদের সংগঠন “জগন্নাথপুর প্রেসক্লাব” এ, ২য় ধাপে আরো চারজনকে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অন্তর্ভুক্ত সদস্যদের হাতে সদস্যপত্র
তুলে দেন- প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তাজউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।

এসময় সদস্য পত্র বুঝে নেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক সকালের সময় প্রতিনিধি আমিনুর রহমান জিলু, দৈনিক দিনকাল প্রতিনিধি হিফজুর তালুকদার জিয়া, এছাড়াও দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি গোলাম সারোয়ারের পক্ষে সদস্য পত্র বুঝে নেন দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন বেলাল।

প্রেসক্লাব নেতৃবৃন্দ দ্বিতীয় ধাপে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে গত ২ নভেম্বর (শনিবার) প্রথম ধাপে প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির পত্র বুঝে নেন- দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আমিনুল হক সিপন, দৈনিক কালবেলা প্রতিনিধি
গোবিন্দ দেব, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন বেলাল, ও দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন।

এ ব্যাপারে জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি। একজন সাংবাদিক হওয়ার জন্য দরকার আর্দশবান, সৃজনশীল এবং যুক্তিবাদী চিন্তা চেতনা। যাদের মধ্যে এ সকল গুনাবলী বিদ্ধমান কেবলমাত্র তারাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা ও সদস্য পদ অর্জন করতে পারবেন।

প্রসঙ্গত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় জগন্নাথপুর প্রেসক্লাব। ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সংগঠনটি সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট