1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

শব্দকথার সমৃদ্ধ প্রকাশনা “চার কিশোরের অভিযান” বইটি প্রকাশিত হয়েছে। 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

বুক রিভিও◾

বইয়ের নাম: চার কিশোরের অভিযান
লেখক:- মোহাম্মদ অংকন
বুক রিভিউ:- রুদ্র শাহরিয়ার
ধরণ:- কিশোর গল্পগ্রন্থ
প্রকাশনায়:- শব্দকথা প্রকাশন
মূল্য:- ২০০৳

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির একটি গর্বের বিষয়, অহংকারের বিষয়। বাঙালি জাতি নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে, পশ্চিম পাকিস্তানিদের সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে রেহাই পেতে অকুতোভয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলে। ত্রিশ লাখ বাঙালি শহীদ হন, দুই লাখ মা-বোন হারান তাদের ইজ্জ্বত। তবেই না আমরা পাই স্বাধীন একটি দেশ, সবুজ-শ্যামল, সুজলা, সুফলা বাংলাদেশ।

মহান মুক্তিযুদ্ধের অর্ধশত বছর পূরণ হয়েছে। এই দীর্ঘ সময়ে অসংখ্য জীবিত মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তারা যতদিন ছিলেন, আমাদের শুনিয়েছেন মহান মুক্তিযুদ্ধের নানান গল্প, নানান ঘটনা। কিন্তু তাদের অবর্তমানে নতুন প্রজন্মকে কে বা কারা মুক্তিযুদ্ধের সোনালি দিনগুলোর কথা শোনাবেন? এই প্রজন্ম যদি মুক্তিযুদ্ধকে জানতে না পারে, সঠিকভাবে উপলব্ধি করতে না পারে, তবে স্বাধীনতার মান রক্ষা করা সবার জন্য কঠিনতর হয়ে পড়বে। শিশু-কিশোররা যতই মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে জানার সুযোগ পাবে, ততই তারা দেশপ্রেমী হয়ে উঠবে। দেশের প্রতি তাদের দায়িত্ববোধ প্রসারিত হবে। দেশের প্রতি অগাধ ভালোবাসার জন্ম নিবে। স্বাধীনতার মর্যাদা রক্ষার বিষয়ে তারা অধিকতর মনোযোগী হয়ে উঠবে।

শব্দকথা প্রকাশন শিশু-কিশোরদের মেধা-মননে মহান মুক্তিযুদ্ধের অনুষঙ্গকে জাগ্রত করতে, ক্ষুদ্র প্রয়াসে মহান মুক্তিযুদ্ধের পটভূমিকে জানানোর প্রয়াস থেকেই ‘চার কিশোরের অভিযান’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর উপযোগী গল্পগ্রন্থটি প্রকাশ করেছে। শিশু-কিশোররা গল্পগুলো পাঠের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্বরূপ উপলদ্ধি করতে সক্ষম হবে, যারা মুক্তিযুদ্ধের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের ত্যাগের আদর্শকে লালন করার সুযোগ পাবে।

রুদ্র শাহরিয়ার

দ.ক.শব্দকথা প্রকাশন 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট