1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে চা বাগানের বিলের জলে লাল শাপলার মোহনীয় রূপ!

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

আসাদ ঠাকুর◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বিস্তীর্ণ বিল জুড়ে ফুটে আছে লাল শাপলা। প্রায় ৩ একর জায়গা জুড়ে এই শাপলা জন্মেছে।

 

যতদূর চোখ যায় শুধুই লাল শাপলার চোখ ধাঁধানো সৌন্দর্য। থালার মতো বিছিয়ে থাকা গোলাকার বেগুনি পাতার ফাঁকে উঁকি দিয়ে থাকা শাপলাগুলো নিজের মোহনীয় রুপ প্রকৃতিতে যেন উজাড় করে দিয়েছে।

 

তবে অপরূপ এই দৃশ্য কোনো বিল বা গভীর জলাশয়ের নয়; চুনারুঘাটের একটি চা বাগানের খালেই দেখা মিলেছে মনমাতানো এই সৌন্দর্যের।

পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক লাগোয়া চা বাগানের বিলের কোথাও হাঁটু পানি আবার কোথাও সামান্য পানি- এর মধ্যেই বিলজুড়ে ফুটেছে লাল শাপলা।

 

চুনারুঘাট সদর থেকে শাপলা বিলটির দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। মঙ্গলবার সকাল ৭টার দিকে বাগানটিতে প্রবেশের সময়ই চোখে পড়লো লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেছেন একদল তরুণ। তাদের বেশিরভাগই অত্র উপজেলার বাসিন্দা।

 

তাদের কেউ বিলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। আবার কেউ জলে ভিজে নেমে পড়ছেন বিলে। পানিতে দাঁড়িয়ে কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আবার কেউ লাল শাপলা ফুল ছিঁড়েও বাড়িতে নিয়ে যাচ্ছেন।

 

ওই তরুণদের একজন উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হৃদয় রাজ। তিনি বলেন, “সূর্যোদয়ের পর মাঠজুড়ে ফুটে থাকা এই শাপলার নয়নাভিরাম সৌন্দর্য যে কারো নজর কাড়ে। সেজন্য আমি একটি বিনোদনমূলক ফেইসবুক পেজের জন্য ভিডিও করতে এসেছি। ”

 

“সকালের প্রকৃতিতে লাল শাপলা ফুল মুগ্ধতা ছড়াচ্ছে। যার সৌন্দর্য উপভোগ করতে ভোর থেকেই বিভিন্ন মানুষ এখানে আসতে দেখেছি।”

একটু পরেই চোখে পড়লো আরও বেশ কয়েকজন তরুণ-তরুণী এসেছেন।

তাদের মধ্যে থাকা লিমন হোসেন বলেন, “পানি ও কাদাপানির উপর অনেকটা থালার মতো বিছিয়ে থাকা গোলাকার বেগুনি পাতার ফাঁকে উঁকি দিয়ে থাকা শাপলাগুলোর সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন সবাই। বাগানের মহাসড়ক দিয়ে চলাচলের সময়ও যে কারোই চোখ পড়ে এই মাঠটির দিকে।”

 

আহম্মদাবাদের পাশের গাজীপুর গ্রাম থেকে আসা আরেক তরুণ শাহরিয়ার রিফাত বলেন, “আমি প্রায় দিনই সকালে লাল শাপলাগুলো দেখতে আসি। যাওয়ার সময় কয়েকটি ছিঁড়ে নিয়ে যাই বাড়িতে বসেও সৌন্দর্য দেখবো বলে। শাপলা ফুলগুলো ভোরবেলা ফোটে আর দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে পাপড়িগুলো বুজে যায়।”

 

শাহনাজ পারভীন নামে এক তরুণী বলেন, “অসংখ্য পাপড়ির বিন্যাসে প্রতিটি শাপলা ফুল যে কারোই মন কেড়ে নেয়। লাল শাপলা ফুলের স্পর্শ নিতে এখানে এসেছি। লাল শাপলার সৌন্দর্যে আমি মুগ্ধ।

স্থানীয়দের ভাষ্য, বিগত সময়ে কখনোই শাপলা বিলে এভাবে এত লোক আসতে দেখেননি তারা। লাল শাপলার পাশাপাশি এই বিলে অল্প পরিমাণে সাদা শাপলাও রয়েছে। তবে লাল শাপলার মোহনীয় রূপ চুনারুঘাটের দেউন্দি চা বাগানের এই বিলকে দিয়েছে নতুন ভিন্ন এক পরিচিতি।

 

দ.ক.সম্পাদক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট