➖
মোঃ তোফাজ্জল মিয়া, চুনারুঘাট◾
‘৩০ মার্চ ২০২৩ সালে’ দৈনিক কালনেত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ চুনারুঘাটের মিরাশীতে দারগাঁও গ্রামের কাউছার আহমেদের ছেলে কিশোর তাহমিদ (১২) কে বেড়া ভাঙ্গার জের ধরে গ্রামের প্রভাবশালী মৃত মজিদ মিয়ার ছেলে মারাজ মিয়া (৪০) তার হাত ভেঙ্গে দিয়েছিলো।
কিশোর তাহমিদের পিতা কাউছার মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী মারাজ মিয়া কিছু দিন জেল খাটার পর আদালত বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম্য আদালত ইউপি চেয়ারম্যানের কাছে সপর্দ করে।
ইউপি চেয়ারম্যান মানিক সরকারের তত্বাবধানে শালিসি বৈঠকে মারাজ মিয়া কে ৭০,০০০/- টাকা জরিমানা করা হয়। কিন্তু পরবর্তীতে উক্ত রায় মারাজ মিয়া খন্ডন করে টাকা দিতে অসম্মতি জানায়। আদালতে পুনরায় মামলা রজু হয়।
গতকাল ( বুধবার) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট (ক-২) আদালত হবিগঞ্জ ; মারাজ মিয়াকে দোষী সাব্যস্থক্রমে ৩২৫; ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
দ.ক.সিআর.২৪