1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

নতুন বছরের শুরুতেই বাড়তে পারে শীত! 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

কালনেত্র ডেস্ক◾

আসছে বছরের প্রথম দিন থেকেই শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পৌষের এই শীতে বিভিন্ন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (২৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেয়া ৭২ ঘণ্টার এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

রোববার সারা দিন ও রাতে একই ধরনের তাপমাত্রা থাকলেও সোমবার থেকে কমতে শুরু করতে পারে তাপমাত্রা। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমায় শীতের অনুভূতি বেশি হতে পারে।

 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর বলছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ নতুন বছরের শুরুটা দেশজুড়ে শীত থাকতে পারে। আর জানুয়ারি মাসের বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে, ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট