1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

বেকার বাড়ছে দেশে— দৈনিক কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

কালনেত্র ডেস্ক◾

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের শুরুতে দেশে বেকার মানুষ কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে বেড়েছে এই সংখ্যা। দেশে বর্তমানে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তবে শ্রমশক্তির হিসাব অনুযায়ী দেশে ২০২২-২৩ অর্থবছরে বেকার ছিলেন ২৬ লাখ। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে এই সংখ্যা বেড়ে ২৭ লাখ হয়েছে। বেকারত্বের হার আগের বছরের মতো ৪ দশমিক ২ শতাংশে স্থির রয়েছে।

উল্লেখ্য, দেশে ৭ দশমিক ২৮ ভাগ প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু কর্মসংস্থানের হার আগের মতো রয়ে গেছে। কর্মে নিয়োজিতদের সংখ্যা বাড়লেও এর গতি আগের বছরের তুলনায় কমেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, এই তথ্যে প্রবৃদ্ধির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে। যে বছর রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে সেবছর বেকার বেড়ে যাওয়ার অর্থ হলো এই প্রবৃদ্ধি কর্মসংস্থানে ভালো প্রভাব ফেলেনি। তবে এ বছর বিপুল শ্রমিক দেশের বাইরে কর্মসংস্থানের জন্য গিয়েছে। কিন্তু সেভাবে দেশে নতুন কর্মসংস্থান গড়ে উঠেনি।

শ্রমশক্তির প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশে ২০২৩-২৪ অর্থবছরে ২৬ লাখ মানুষ বেকার ছিল। সেই অর্থবছরও জানুয়ারি থেকে মার্চ সময়কালে সর্বোচ্চ ২৭ লাখ মানুষ বেকার ছিল। বেকারত্বের হার বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছর দেশে শহরাঞ্চলে নারী বেকারের সংখ্যা বেড়েছে। এসময় ৪ লাখ থেকে ৫ লাখ নারী বেকার হয়েছে। তবে দেশে নারীর কর্মসংস্থানেও ব্যাপক পরিবর্তন এসেছে। এস বলছে, বিগত এক বছরে দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮ ভাগ। অন্য দিকে, শ্রমশক্তি বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৩ ভাগ। এর মধ্যে পুরুষ শ্রমশক্তি বেড়েছে ১ শতাংশ এবং নারী শ্রমশক্তি বেড়েছে ৪ দশমিক ৬ ভাগ। এক বছরে মোট ১৪ লাখ নতুন শ্রম শক্তি যোগ হয়েছে। কর্মসংস্থানের নতুন বৃদ্ধির হার ২ দশমিক ২ ভাগ। এই হার পুরুষের ক্ষেত্রে শূন্য দশমিক ৭ ভাগ এবং নারী কর্মসংস্থান বৃদ্ধির হার ৪ দশমিক ৮ ভাগ।

প্রতিবেদন অনুযায়ী, দেশে কৃষি ক্ষেত্রে কর্মসংস্থান কমেছে ২ দশমিক ৮ ভাগ। শিল্প খাতে বৃদ্ধির হার ১ দশমিক ৮ ভাগ এবং সেবাখাতে বৃদ্ধির হার ৭ দশমিক ৮ ভাগ। বিগত এক বছরে নতুন কর্মসংস্থান হয়েছে ১৩ লাখ। কর্মে নিয়োজিতদের মর্যাদা অনুযায়ী তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের গৃহস্থালি কাজে বিনা বেতনে কর্মে নিয়োজিতদের সংখ্যা কমে আসছে। অধিক হারে নারীরা ‘আন পেইড’ থেকে ‘পেইড’ কর্মসংস্থানে আসছে। বৈদেশিক কর্মসংস্থানের তথ্যে দেখা যায়, দেশে ২০২৪ সালে এক বছরে দশ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। তবে বিগত বছরগুলোর মতো ২০২৩-২৪ অর্থবছরেও বেকারত্বের হার ৪ দশমিক ২ ভাগে অপরিবর্তীত রয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুযায়ী, বেকার জনগোষ্ঠী মূলত তারা, যারা গত সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে একঘণ্টা কাজ করার সুযোগও পাননি। এ ছাড়া গত এক মাস ধরে কাজ খুঁজেছেন, কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি। বিবিএস এ নিয়ম অনুসরণ করেই বেকারের হিসাব দিয়ে থাকে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট