1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শাহ মোঃ আব্দুর রব; দরদি হৃদয় দিয়ে পূর্ণাঙ্গ দীনের সাধনাই করে গেছেন আজীবন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মোহাস্মদ শওকত আলী, চুনারুঘাট◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের রমাপুর গ্রামে বেড়ে উঠেন শাহ মোঃ আব্দুর রব। একটি কিন্ডার গার্ডেন স্কুলের মধ্য দিয়ে কর্ম জীবন শুরু করেন। তবে শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সক্রিয় ছাত্রনেতা। ছাত্রশিবিরের মধ্য দিয়ে রাজনীতি জীবন শুরু করেন। একসময় শিক্ষকতার চাকরি ছেড়ে যোগ দেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে। উন্নয়ন কর্মকর্তা হিসাবে যোগদানের পর গড়ে তুলেন দক্ষ টিম যাদের মধ্য দিয়ে যোগ দেয় শতশত গ্রাহক। ফারইষ্ট ইন্সুরেন্সের শুরু থেকে কাজ করে সাফল্য হিসাবে এক সময় পেয়ে যান হবিগঞ্জ জেলার দায়িত্ব। তারপর থেকে একে একে কর্ম দক্ষতার কারণে অর্জন করেন ডিভিশনের দ্বায়িত্ব। চাকুরিতে থাকাকালিন সময়ে শারিরিক সমস্যা দেখা দেয়। শারিরিক অবনতি দেখা দিলে স্হানীয়ভাবে চিকিৎসা নিয়ে উপকৃত না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন সিলেট ইবনে সিনা হাসপাতালে। সেখানে অনেকদিন চিকিৎসা নেয়ার পরও স্বাস্হ্যের উন্নতি না হয়ে অবস্হা আরও খারাপ হতে থাকলে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। নিজ বাসায় গতকাল রাত ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় চুনারুঘাট শাহী ঈদগাঁ মাঠে প্রথম জানাযার নামাজ আদায় করা হয়।জানাযায় উপস্থিত ছিলেন চুনারুঘাটের সর্বস্তরের জনতা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সাবেক উপজেলা চেয়ারম্যানবৃন্ধ সহ ফারইষ্টের কর্মকর্তা ও জামায়াতের নেতৃবৃন্দ।

প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজা পড়া হয় মরহুমের নিজ বাড়িতে। আর সেখানের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

দ.ক.শোকবার্তা.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট