➖
প্রেস বিজ্ঞপ্তি ◾
পাঠশালা রাঙ্গুনিয়া কর্তৃক ২০২৫ এর বইমেলা উপলক্ষে ‘কবিতা আবৃত্তি’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত।
অংশগ্রহণের নিয়ম:
১. নিজ কণ্ঠে যেকোনো ছড়া বা কবিতা আবৃত্তি করতে হবে (চেহেরা দেখানো বাধ্যতামূলক নয়)।
২. কবিতা ও কবির নাম উল্লেখ করতে হবে।
৩. প্রতিযোগির নাম উল্লেখ করতে হবে।
৪. ‘পাঠশালা রাঙ্গুনিয়া উম্মুক্ত পাঠাগার’ ফেসবুক গ্রুপে আবৃত্তিটি পোস্ট করতে হবে।
৫. পোস্ট করার সময় অবশ্যই এই হ্যাশট্যাগটি ব্যবহার করতে হবে, #বইমেলা২০২৫
অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজনকে বইমেলার দিন পুরস্কৃত করা হবে।
আবৃত্তি পোস্ট করার সময়সীমা- ১৯ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।
দ.ক.সিআর.২৫