কালনেত্র প্রতিবেদক◾
চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। আজ ২৮ জানুয়ারি মঙ্গল বার সকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়৷
যৌথ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া ও উপজেলা ভুমি সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১০টি মেশিন এবং আনুমানিক ২০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট করা হয়৷
এছাড়াও ঘটনাস্থলে অবৈধবালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং ২টি মেশিন জব্দ করা হয়৷
উক্ত অভিযানে সহযোগিতা করতে সঙ্গে ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷
মোহাম্মদ রবিন মিয়া জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে৷
দ.ক.সিআর.২৫