➖
মোঃ নুর ইসলাম◾
ছোট থেকেই ইসলাম ধর্মের প্রতি আগ্রহী ছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ভাস্কর চন্দ্র দেব (২৮)। আশপাশের মুসলিমদের দেখে ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ জন্মে তার। বর্তমানে এই তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তার নাম মোঃ আলিফ হোসেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে সে।
গাজীপুরোর আবাদগাও গ্রামের স্বর্গীয় সুবোধ চন্দ্র দেবের ছেলে ভাস্কর (আলিফ)। ইসলাম গ্রহণের পর পরিবারকে উদ্বিগ্ন না হতে ও মামলা-মোকদ্দমা না করার আহ্বান জানিয়েছে আলিফ।
আলিফ বলে, ইসলাম ধর্মের বইয়ে পড়েছি একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ কবুল করবেন। একথা চিন্তা করে আমি শান্তির ধর্ম ইসলাম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিই। যেহেতু আমি সাবালক, তাই কোন ধর্ম সঠিক তা বোঝার যোগ্যতা আমার আছে। আমি জেনেবুঝে স্ব-জ্ঞানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
দ.ক.সিআর.২৫