➖
মোহাম্মদ শওকত আলী◾
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের প্রথম মহিলা ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী।
শুক্রবার আছর নামাজের পর হাজী আলিমউল্লা মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানাযায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক সমস্যায় ভুগছিলেন। সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েছেন তিনি। শামছুন্নাহার চৌধুরী চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সহধর্মিনী।
চৌধুরী শামছুন্নাহার চুনারুঘাট উপজেলার মিরাশী ও দেওরগাছ ইউনিয়ন পরিষদ থেকে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক স্বামী ১০নং মিরাশী ইউনিয়নের একজন বিল্পবী চেয়ারম্যান ছিলেন, যাকে একদল ঘাতক নির্মম ভাবে হত্যা করে। স্বামীর মৃত্যু পরই জনগনের বিশাল ভোটে জয় লাভ করেন। ১৯৮৮ সালে প্রথম মিরাশী ইউনিয়নের নারী চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সারা দেশে তখন তিনিই ছিলেন প্রথম নারী ইউপি চেয়ারম্যান। সেই থেকে রাজনীতিতে জড়ান। এবং একসাথে সামাজিক, রাজনৈতিক ও ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব পালন করেন সুনামের সাথেই। পেয়েছেন বিভিন্ন পুরুষ্কারও।
তার মৃত্যুতে সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অসংখ্য সংগঠন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছে।
দ.ক.সিআর.২৫