1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

পদক্ষেপ গণপাঠাগারের নুর উদ্দিন সম্মিলিত পাঠাগার আন্দোলন’র বিভাগীয় সাংগঠনিক নির্বাচিত 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

এস এম মিজান

জ্ঞান নির্ভর, ন্যায়-ভিত্তিক সমাজ বিনিমার্ণে মানুষের আকাঙ্ক্ষা বহুদিনের। সেই আকাঙক্ষা পূরণে সারাদেশে কাজ করে যাচ্ছে ‘সম্মিলিত পাঠাগার আন্দোলন’। দেশের পাঠাগারগুলোর মানোন্নয়ন, সংগঠকদের আন্ত:সম্পর্ক বৃদ্ধি এবং পাঠাগারের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক “বিভাগীয় পাঠাগার সম্মেলন” আয়োজন করে যাচ্ছে সংগঠনটি।

রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের সফল আয়োজনের পর শুকবার (১লা ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে দিনব্যাপী আয়োজিত হয় “সিলেট বিভাগীয় পাঠাগার সম্মেলন ২০২৫”। যেখানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে পাঠাগার সংগঠকসহ সারাদেশ থেকে ৫০জন সংগঠক অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে সৈয়দ জুনাব আলী-আনোয়ারা সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সৈয়দ মোকাম্মেল আলী (মুন্না) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত আলোচনা করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজেন্দ্র দেবনাথ। তাছাড়া অন্যান্য আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জীবন কৃষ্ণ সরকার। মৌলভীবাজারের মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অয়েকপম অঞ্জু, পদক্ষেপ গণপাঠাগার,চুনারুঘাট হবিগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন এবং চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী।

এই সভায় আলোচনায় প্রধান আলোচক রাজেন্দ্র দেবনাথ বলেন, ‘কোন স্বপ্ন বাস্তবায়নে সমাজের সমমনা মানুষের দল যখন আন্দোলিত হয়ে সমাজকে বর্তমান অবস্থা থেকে অধিকতর আলোকিত অবস্থায় পৌঁছানোর পথে দৃঢ় প্রচেষ্টা চালায় সেই প্রচেষ্টার সম্মিলনই হচ্ছে আন্দোলন। সে আন্দোলন তার স্বপ্ন বাস্তবায়নের পথপরিক্রমায় চারপাশের মানুষকে আন্দোলিত করে, আলোড়িত করে, একত্রিত করে, সংগঠিত করে। ‘সম্মিলিত পাঠাগার আন্দোলন’ এমনই একটি শুভবোধসম্পন্ন মানুষের সংগঠিত সংগঠন যা জ্ঞানের বাহন বই পাঠের মাধ্যমে মানবিক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক রাষ্ট্র উপযোগী সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার কাজ করে। অনেকের ধারণা আন্দোলন মানেই সহিংসতা- এই ধারণা কিন্তু ঠিক নয়। এই আন্দোলন মানুষকে সকল রকমের চিন্তা ও মতের সাথে পরিচিত হওয়ার কথা বলে; হিংসার বিপরীতে প্রেমের কথা বলে; বিরোধের বিপরীতে মিলনের কথা বলে; বিদ্বেষের বিপরীতে মানুষে মানুষে ভ্রাতৃত্বের কথা বলে, এই আন্দোলন ঐক্য সংহতি ও মুক্তির কথা বলে। এই সংগঠন মনে করে পাঠাগারগুলো মূলত গণমানুষের যথার্থ বিশ্ববিদ্যালয়।’

সিলেট বিভাগীয় পাঠাগার সম্মেলনের আহবায়ক মোশাররফ হোসেন বলেন, ‘সিলেট একটি ছোট বিভাগ। তার মধ্যে দুর্গম যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় থাকার পরেও আমাদের এই আয়োজন সবার অংশগ্রহণ নিশ্চিত করেছে। এখানে মনিপুরী কমিউনিটি, চা-বাগানের প্রতিনিধি, হাওরের বিভিন্ন এলাকা সহ বিভিন্ন শ্রেণী-ধর্মের মানুষের সম্মেলন ঘটায় এই আয়োজন হয়েছে অন্তর্ভুক্তিমূলক।’

দ্বিতীয় পর্বে ‘পর্যটন শিল্প বিকাশে পাঠাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় সম্মিলিত পাঠাগার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস ছাত্তার খান এর সভাপতিত্বে। সেমিনার বক্তা হিসাবে আলোচনা করেন টমি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর মহাব্যবস্থাপক তামিন বিন ইমদাদ। তাছাড়া অন্যান্য আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গল্পকার সেলিম আওয়াল,লোকগবেষক ও সংগঠক আহমদ সিরাজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মো: কাওসার আহমদ এবং ভ্রমণ লেখক মোয়াজ আফসার।

সেমিনার বক্তা তামিম বিন ইমদাদ তার বক্তব্যে দেশের এয়ারপোর্টগুলোতে পর্যটন ভিত্তিক পাঠাগার গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, এয়ারপোর্ট হচ্ছে দেশের পর্যটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে যদি এলাকা ভিত্তিক ভ্রমণ সংশ্লিষ্ট বই নিয়ে পাঠাগার তৈরি করা হয় তবে সেটা দেশের পর্যটন শিল্পের জন্য অপার সম্ভবনা নিয়ে আসবে। সভাপতি আবদুস ছাত্তার খান দেশের গ্রাম এবং পাঠাগার কেন্দ্রিক ট্যুরিজম গড়ে তোলার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পাঠাগারগুলো যদি ভিলেজ ট্যুরিজমের কেন্দ্র হিসাবে ব্যবহার করা যায় তবে দেশের পাঠাগার এবং মানুষের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হবে। তাছাড়া তিনি সম্মিলিত পাঠাগার আন্দোলনের ঢাকা ঘোষণা এবং পতিসর ঘোষণা নিয়ে আলোকপাত করেন।

তিনি আরো বলেন, আমরা কারো প্রতিদ্বন্দী বা প্রতিযোগী না, আমরা সকলের সহযোগী। সকলের সহযোগিতায় একটা সমৃদ্ধ দেশ গঠন গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট