➖
কালনেত্র প্রতিবেদক
বইবাড়ি শ্রাবণ প্রকাশনীর সত্তাধিকারী শাওন আখন্দের একটা স্বপ্ন! বইবাড়ি জেলায় জেলায় যেকোন একটি গ্রামে বইবাড়ি তৈরি করতে চায়। যেখানে শিশুরা আনন্দে আনন্দে বই পড়বে কবিতা পড়বে গান গাইবে খেলবে।
জনগণের সহায়তায় এই বইবাড়ি গড়ে উঠবে এই প্রত্যাশায় সংগঠনটি প্রথমে মানিকগঞ্জের জাগির ইউনিয়ন পুলিশ ক্যাম্প বাজারের পাশে শ্রাবণ প্রকাশনীর সহায়তায় প্রথম বইবাড়ি নির্মাণ করে। বন্ধুদের অনুদান ও শ্রাবণ প্রকাশনীর বই বিক্রির টাকায় বইবাড়ি নির্মাণ কাজ প্রকল্পে আপনিও যুক্ত হতে পারেন। আপনার গ্রামে তৈরি হতে পারে একটি বইবাড়ি যদি আপনি ৫ শতাংশ জমি বইবাড়ির জন্য দান করেন। বইবাড়ি বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ।
উল্লেখ্য, শ্রাবণ প্রকশনীর ৫ হাজার টাকার বই ৫০% ছাড়ে কিনে বইবাড়ির আজীবন সদস্য হয়ে বইবাড়ির পাশে থাকতে পারেন। বইপাঠে শিশু- কিশোর তরুণদের আগ্রহী করে গড়ে তুলতে বইবাড়ির সহযোগী হোন।
শিশুদের নানা ধরণের অনুষ্ঠানে বই উপহার দেয়া হয়! কোনো প্রতিযেগিতা ছাড়াই সকল শিশুদের বই উপহার দেয় বইবাড়ি!
দ.ক.সিআর.২৫