1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বসন্ত বরন ও তারুণ্যের উৎসব আজ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সালাউদ্দিন শুভ ▪️ তারুণ্য উৎসব ▪️ দৈনিক কালনেত্র ▪️ মৌলভীবাজার- ১৩: ০২: ২৫

শ্রীমঙ্গ‌লে আজ বৃহস্পতিবার দিনব্যাপী বসন্ত বরণ ও তারু‌ণ্যের মেলার বর্ণাঢ্য আ‌য়োজন করে‌ছে শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভা। এ‌তে অংশ নি‌চ্ছে সকল সাংস্কৃ‌তিক ও সামা‌জিক সংগঠন।

বসন্ত বর্ণনায় আ‌ছে, বসন্ত যে কেবলই কাব্য আর কবিতার তা কিন্তু নয়। বসন্তের মাঝে লুকিয়ে থাকে জাগরণের ধ্বনিও। বসন্ত কখনোবা হয়ে উঠে দ্রোহের প্রতিমূর্তি। বসন্ত যেন বারবার বাঙালির জীবনে ফিরে আসে হারানো অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ের অনুষঙ্গ হয়ে। তাই বাংলার বসন্ত কখনো উৎসবের, কখনো বিচ্ছেদের, কখনো বিষাদের, আবার কখনো সংগ্রামের।

শ্রীমঙ্গল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. ইসলাম উ‌দ্দিন জানান, ‘সর্বস্ত‌রের মানু‌ষের অংশগ্রহ‌ণে এই উৎ‌স‌বের মূল থিম ফুলের মেলা। পু‌রো উৎসব প্রাঙ্গণ সে‌জে‌ছে ফু‌ল দি‌য়ে। শ্রীমঙ্গল জেলা প‌রিষদ মা‌ঠে ফু‌লের মেলা ব‌সে গে‌ছে। বি‌ভিন্ন জা‌তের ফুল প্রদর্শনী, ফু‌লের চারা ও ফুল বি‌ক্রি করা হ‌বে দিনব‌্যাপী উৎস‌বে। তি‌নি ব‌লেন, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব, তারু‌ণ্যের মেলায় বি‌শেষভা‌বে তরুণদের আমরা আহব্বান করেছি এই বসন্ত বর‌ণে। বসন্ত বর‌ণ মূল ম‌ঞ্চে থাক‌ছে, দলীয় ও একক সঙ্গীত, নৃত্য ও আবৃ‌ত্তির আ‌য়োজন। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরি‌বেশনায় থাক‌ছে বি‌শেষ সাংস্কৃ‌তিক প‌রি‌বেশনা।

উৎসব নি‌য়ে আবৃ‌ত্তিকার ও সাংস্কৃ‌তিক সংগঠক দেবাশীষ চৌধুরী রাজা ব‌লেন, ‘উপ‌জেলা ও পৌর প্রশাস‌নের উ‌দ্যো‌গে প্রথমবা‌রের ম‌তো এমন আ‌য়োজ‌নে সক‌লে একম‌ঞ্চে যুক্ত হ‌চ্ছেন এটা উৎসাহের। এছাড়াও উৎসব মাঠ এমন নান্দ‌নিকভা‌বে সাজা‌নো হ‌য়ে‌ছে যে প্রতি‌টি কর্না‌র ছ‌বি তোলার জন্য অসাধারণ। ফাগুয়ার আব‌হে তরুণ‌দের অংশ নি‌তেও আহব্বান জানান তি‌নি।’

শ্রীমঙ্গ‌ল তারু‌ণ্যের মেলার মাঠে থাকছে বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশনের পিঠার স্টল।

মেলায় ফু‌লের পসরা নি‌য়ে এ‌সে‌ছেন নার্সারী ব্যবসায়ী আল আ‌মিন তিনি ব‌লেন, ‘ফু‌ল নি‌য়ে এমন মেলা দে‌খি‌নি। ফুল নি‌য়ে আস‌তে পে‌রে আমা‌দের আনন্দ হচ্ছে।’

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট