➖
কালনেত্র প্রতিবেদন
চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারস্থ অগ্রামী গণপাঠাগার কর্তৃক আয়োজিত অমর একুশে বই মেলা-২০২৫ উপলক্ষে ৩দিন ব্যাপী সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।
গণপাঠাগারের বইমেলার উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া, উপজেলার ভূমি সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব, মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আব্দুর রব এবং প্রভাষক আব্দুল করিম।
এছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষক শিক্ষার্থী, কবি, সাহিত্যিক ও সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার মানুষ।
এতে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও কথা সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।
অগ্রগামী গণপাঠাগার পরিবারের পক্ষ থেকে উপজেলাবাসী সহ সর্বস্তরের লেখক, পাঠক, প্রকাশক সহ সবাইকে আমন্ত্রণ করা হলো।
দ.ক.সিআর.২৫