মাধবপুর প্রতিনিধি
মাধবপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। হুমকির মধ্যে পড়েছে আশপাশের ফসিল জমি।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র বিভিন্ন ফসলি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে অবাধে বালু উত্তোলন করছে। প্রশাসনিকভাবে নিষেধ থাকলেও আইন অমান্য করে তাঁরা এই কাজ করছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাপানিয়া গ্রামে মতিন বাবুল রাজু আব্দুল আলীর নেতৃত্বে কয়েকজন সিন্ডিকেটের মাধ্যমে ফসলি জমিতে গর্ত করে পাইপ বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের কাজ করছেন। উত্তোলিত বালু নির্দিষ্ট জায়গায় রেখে বিক্রিও করা হচ্ছে। প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য সিন্ডিকেটে জড়িত উপজেলার মনতলা ভূমি অফিসের নায়েব মো: মুজিবুর রহমান মুজিব। তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য পাচার করে দিয়ে সহযোগিতা করছে বালু উত্তোলনকারীদের বিধায় প্রশাসন বারবার অভিযান দিয়েও থামছে না বালু উত্তোলনের হিড়িক।
জানা যায়, Sabana Chowdhury নামে ফেইসবুকে আইডি থেকে স্ট্যাটাস দিয়ে ,সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন উপজেলার ধর্মঘর এরিয়া ড্রেজার মেশিন ফসিল জমি থেকে প্রকাশ্যে দিবালোকে রাতের আঁধারে বালু ও মাটির গাড়ি ভরে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে বার বার তাগিদ দিলে কাজটা সঠিকভাবে বন্ধ করেন না। আসলে রহস্যটা কি? এক ব্যক্তি আমাকে টেলিফোনের মাধ্যমে জানাল যে এসিল্যান্ড অফিসে আমরা যখন ফোন দিয়ে তথ্য পাঠাই ঠিক তার উল্টোটা হয় এসিল্যান্ড অফিসে কর্মরত তহশিলদার মুজিবুর রহমান মুজিব (মনতলা ভূমি অফিসের নায়েব) ওই এলাকায় ফোন দিয়ে বলে দেয় যে ওরা আপাতত ড্রেজার মেশিন ক্লোজড করে এবং পাইপলাইন গুলো খুলে বিচ্ছিন্ন করে রাখার জন্য। মনতলা ভূমি অফিসের নায়েব মুজিবুর রহমানের যোগসাজশে বেপরোয়া হয়ে উঠেছে মাটি বালি সিন্ডিকেটরা। যার ফলে প্রশাসন বার বার অভিযান দিয়েও ব্যার্থ হচ্ছে।
মনতলা ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আমি সুযোগ দেইনা আমি সরকারি পক্ষের প্রতিনিধি, অন্যায়ের প্রতিবাদ কারী। ড্রেজার মেশিন অবৈধ অন্যায়। আমি অবশ্যই বাধা দিতাম। আমি কেন সুযোগ দেব।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম জানান, মনতলা ভূমি অফিসের নায়েব মুজিবুর রহমানের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে আপনাদের কাজ আপনারা করেন। এছাড়াও তিনি বলেন অবৈধভাবে মাটি বালি উত্তোলন কারী বিরুদ্ধে অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।