1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :

চুনারুঘাটে বিপুল পরিমাণ গাঁজা ও মদ জব্দ  

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী
এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ  ভারতীয় গাঁজা এবং মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ মার্চ রাত ০৯:০০ ঘটিকায় সাতছড়ি বিওপি’র টহল কমান্ডার আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা এবং ০১ বোতল মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য তিন লক্ষ ষোল হাজার পাঁচশত টাকা।বিজিবি’র পক্ষ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এছাড়াও জানুয়ারি হতে মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত গত তিন মাসে সাতছড়ি বিওপি কর্তৃক ভারতীয় গাঁজা ৫২৯ কেজি, মদ ২৬০ বোতল, বিয়ার ০৪ ক্যান এবং ১৭ বোতল ফেন্সিডিল আটক করা হয়, যার সিজার মূল্য বাইশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার তিনশত) টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেছেন, “বিজিবি সর্বদা দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট