➖
মীর জুবাইর আলম, চুনারুঘাট
হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর বনগাঁও গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে ইছালিয়া চরা। এটি বাংলাদেশের সীমান্ত এলাকা দুধপাতিল হয়ে ভারতের ত্রিপুরার সাথে যুক্ত হয়ে জারুলিয়া গ্রামের খোয়াই নদীর সাথে সংযুক্ত হয়েছে। বিগত কয়েক বছর যাবত বাংলাদেশ সরকারের খনিজ মন্ত্রণালয় বালু উত্তলনের জন্য লিজ দেয়। বালু উত্তলনের ফলে চরাটি অনেক গভীর হয়ে আশেপাশে অনেক বড় হয়েছে।
গত কিছুদিন পৃর্বে চুনারুঘাট উপজেলা এলজিআরডি কর্মকর্তা ও সারবেয়ার আবুল কালাম সহ টেন্ডার কৃত টিকাদরী প্রতিষ্ঠানকে নিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলে স্হানীয় লোকজন বাঁধা দেয়।
স্হানীয় লোকজন বলেন সরকারিভাবে কেন এটি কনন করা হবে, এটি বালু উত্তলন করে অনেক গভীর হয়ে আছে। এ চরায় কোন কাজ নেই সরকারের ৮৬ লক্ষ টাকাই খোয়া যাবে।এলজিআরডি কর্মকর্তার এমন উদ্যোগে সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রশ্ন আসছে যে, ৮৬ লক্ষ টাকার কাজের মধ্যে একলক্ষ টাকারও কাজ করতে হবে না।
চুনারুঘাট উপজেলা এলজিআরডি কর্মকর্তা বলেন যখন এটির ইস্টিমিট সদর দপ্তরে দেওয়া হয়। তখন আমি চুনারঘাট উপজেলায় ছিলাম না। আমিও দেখছি এটি কননের প্রয়োজন নেই সরকারি টাকা ফেরত যাবে বলে কাজ করানোর ইচ্ছা পোষণ করছি।
হবিগঞ্জ জেলা এলজিআরডি এক্সচেঞ্জ মহোদয়কে বিষয়টি অবগত করলে তিনি বলেন কননের প্রয়োজন না হলে কেন তারা এটি কনন করার উদ্যোগ নিয়ে টেন্ডার করিয়েছে তাহ তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ.ক.সিআর.২৫