➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি মাধবপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, সহকারী কমিশন ভূমি মুজিবুর ইসলাম,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ হয়।
দ.ক.সিআর.২৫