1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
আজাদ কবির
দেশের প্রখ্যাত কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র আর নেই। আজ ১৫ এপ্রিল, সোমবার ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, স্ত্রী ও তিন বোনসহ অনেক আপনজন রেখে গেছেন।

সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে।

তিনি প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার প্রতিষ্ঠা কালিন সভাপতির দায়িত্ব পালন করেছেন

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সহসভাপতির দায়ীত্ব পালন করেছেন। এছাড়া জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র আজীবন সদস্য ছিলেন।

সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তার অবদান অনস্বীকার্য। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪১টি। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত এই কবি ‘শময়িতাদের বাড়ি’সহ বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি লোকসাহিত্য গবেষণায়ও বিশেষ খ্যাতি অর্জন করেন, বিশেষত ‘মরমী কবি হাছন রাজা ও তার জীবন দর্শন’ বইটির জন্য।

চলচ্চিত্রেও তার অংশগ্রহণ ছিল। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণীজন ‘ডাকঘর’-এও অভিনয় করেন।

তার মৃত্যুতে দেশের সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। সৌমিত্র দেবের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।তার অকাল মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম কয়েস সামি,সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, জালালাবাদ জার্নালিষ্ট এসোোসিয়েশন ঢাকার সভাপতি আজাদ কবির সাধারণ সম্পাদক আনহার সমশাদ,জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে সভাপতি আব্দুল হাই মামুন সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি শরীফুল ইসলাম খান ডলার সাধারণ সম্পাদক সাদাত স্বপন,সিলেট ভয়েস এর সম্পাদক সেলিনা চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

দ.ক.সিবআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট