➖
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ২৬ বোতল বিদেশি মদ সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে এএসআই (নিরস্ত্র)আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার শেওলিয়া ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদ সহ মো: তানভীর (২০) এবং মো: জিহাদ(১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মো: আব্দুল খালেকের ছেলে মো: তানভীর মিয়া এবং নরসিংদী জেলার রায়পুরা থানার বীরগাঁও গ্রামের মো: আব্দুল কাদেরের ছেলে মো: জিহাদ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দ.ক.সিআর.২৫