➖
মোহাম্মদ খালিদ, সেবা
সেবা বিজ্ঞান ক্লাবের পরিচালক মো: খালিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব অঞ্জন চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল মোছাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব নারায়ন চন্দ্র সরকার।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে নতুন নতুন জ্ঞান অর্জন করে। তারা বিজ্ঞানের অজানা অনেক বিষয় সম্পর্কে জানতে পারে, যা তাদের জ্ঞানের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের এই অর্জনে খুশি ও উচ্ছ্বসিত।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ সৃষ্টি ও ভবিষ্যতে উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৫