➖
চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে চলামন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বায়িত্ব থেকে একটি কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি দিয়েছে প্রশাসন। সোমবার (২১ এপ্রিল) চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিরা হলেন, হাজী আলীম উল্লা মাদ্রসার সহকারী শিক্ষিকা হামিদা আক্তার, বজলু মিয়া, কৃষি শিক্ষক মোঃ এনামুল হক, উবাহাটা কুদরতিয়া মাদ্রাসার সহকারী শিক্ষকক মোঃ রবিউল ইসলাম, গোগাউড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা শাহেনা খাতুন, শাকির মোহাম্মদ ইব্রাহিমীয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান তাজুল ইসলাম, সহকারী শিক্ষিক মোঃ ইসমাইল হুসাইন, রানিগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষকক মুরাদ হুসাইন, সাইয়েদ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আশিক হাসান, সহকারী শিক্ষক আব্দুল আলী, শানখলা আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আশরাফ আলী, সহকারী শিক্ষক মাহতাব হুসাইন ও সহকারী শিক্ষক মোঃ মাসুক আহমেদ, দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, হাজী জুবেদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নাসিরুল ইসলাম, জারুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা সালমা আক্তার, চলিতারআব্দা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মনজুর রহমান, মোঃ জসিম উদ্দিন, এনামুল হক, দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মইনুল হাসান, পাইকপাড়া আজগড় আহম্মদ দাখিল মাদ্রাসারর সহকারী শিক্ষকক সাজ্জাদ আহমদ চৌধুরী, উবাহাটা মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক খোরশেদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। তিনি জানান, সোমবার চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের দাখিল বাংলা প্রথম পর্বের পরিক্ষা ছিল। নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে উক্ত কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনকালে নৈব্যত্তিক পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষার্থীকে একই সেটে পরীক্ষা দিতে দেখা যায়। অথচ সরকারী নির্দেশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার কথা। তাই দ্বায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রের সকল শিক্ষককে (২৩ জনকে) পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
এদিকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষককদের নাম ঠিকানা চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা তথ্য দিতে টালবাহানা করেন।
দ.ক.সিআর.২৫