নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কে বিশেষ অভিযানে কাভার্ড ভ্যান থেকে ৪০ কেজি গাঁজা সহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে মাধবপুর থানার এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যান সহ নাটোর জেলার সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মো: ওমর আলীর ছেলে মো: নাজমুল হোসেন (২৬) কে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।