➖
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মা-মেয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) রাত আনুমানিক ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে নোয়াপাড়া রেলস্টেশনের পাশের গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মা-মেয়ে হলেন: উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার কন্যা মোছা: রিয়া বেগম (৩৮),তার স্বামী এবং মোঃ শাজাহান মিয়ার কন্যা মোছাঃ বকুল (১৮), তাদের কাছ থেকে মোট ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর তাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। ডিউটি অফিসার এসআই মোঃ লাল মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫