➖
স্টাফ রিপোর্টার
যে জাতি গুণিজনকে সম্মান করতে জানে না, সে জাতিতে গুণিজন জন্ম হয় না” এই স্লোগানকে সামনে রেখে সেবা কর্তৃক ৩য় বারের মতো আয়োজিত হলো সফল যাঁরা কেমন তাঁরা অনুপ্রেরণামুলক অনুষ্ঠানটি।
অদ্য দুপুর বিকাল ০২.০০ ঘটিকা থেকে চুনারুঘাট উপজেলায় উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার দুইজন সফল ব্যক্তি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সফলতার গল্প শুনান।
উপস্থিত সফল দুই ব্যক্তিরা হলেন— এক) জনাব কাউন্সিলর সমতা খাতুন, মেয়র, লন্ডন বরো অব ক্যামডন, ২য় জন হলেন জনাব গাজিউর রহমান গাজী, প্রেসিডেন্ট, চুনারুঘাট এসোসিয়েশন, ইউকে।
অনুষ্ঠানে সেবা’র নির্বাহী পরিচালক জনাব মোছাঃ তানজিনা খানমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সেবা’র প্রতিষ্ঠাতা ও পরামর্শক জনাব ডাঃ মোহাম্মদ আব্দুল মোছাব্বির।
বক্তব্য প্রদান করেন জনাব নাজিম উদ্দিন শামছু, সাবেক মেয়র, চুনারুঘাট পৌরসভা, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোঃ ফজলুর রহমান তরফদার আবিদ, সেবা বিজ্ঞান ক্লাবের সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য
জনাব রাকিবুল আলম চৌধুরী, জনাব মোঃ সাদ্দাম হোসেন, জনাব মোঃ বশির আহমেদ।
উল্লেখ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে সদ্য সুযোগপ্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়—তারা হলেন অন্বেষা ঘোষ, সদস্য, সেবা বিজ্ঞান ক্লাব ও সাবেক শিক্ষার্থী, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়, মোছাঃ তানজিলা আক্তার তৃষা, শিক্ষার্থী, জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সানজিদা আক্তার প্রমি, সদস্য, সেবা বিজ্ঞান ক্লাব।
সূর্যার্ঘ্য দেব শীর্ষ, সদস্য, আল বেরুনী বিজ্ঞান ক্লাব ও শিক্ষার্থী, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়।
দ.ক.সিআর.২৫