➖
স্টাফ রিপোর্টার,
তানভীর আহমদ রাহী, কালনেত্র
মাওলানা রঈস উদ্দিন হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার দাবি। গত ২৭ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন মতাদর্শগত বিরোধের জেরে স্থানীয় একটি গ্রুপের মব সৃষ্টির শিকার হন। ওই গ্রুপ তাকে বেআইনিভাবে গাছের সঙ্গে বেঁধে নৃশংসভাবে নির্যাতন করে, মিথ্যা স্বীকারোক্তি আদায় করে এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসা না করিয়ে পুলিশে সোপর্দ করে। পরে থানায় আটক রেখে কারাগারে পাঠানো হয়, যেখানে ২৮ এপ্রিল রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই নির্মম হত্যাকাণ্ডের জন্য দুই পক্ষকে দায়ী করা হচ্ছে: ১. স্থানীয় সন্ত্রাসী গ্রুপ, যারা গণপিটুনির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে। ২. সংশ্লিষ্ট পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা মৌলিক মানবিক কর্তব্য পালন না করে তাঁর জীবন সংকটের সময় চিকিৎসা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
পেশাদারিত্বের অভাব, দায়িত্বহীনতা এবং বিচারহীনতার সংস্কৃতি এমন দুঃখজনক ঘটনার জন্ম দিয়েছে, যা আমাদের জাতি হিসেবে কলঙ্কিত করে।
আমরা নিম্নোক্ত দাবিসমূহ জোরালোভাবে উত্থাপন করছি: ১. মব তৈরি করে নির্যাতন চালানো ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ২. নির্যাতন, চিকিৎসা না দেওয়া ও কারাগারে প্রেরণের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় আনতে হবে। ৩. মাওলানা রঈস উদ্দিন হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। ৪. নিহতের পরিবারকে পর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা ও নিরাপত্তা প্রদান করতে হবে।
এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করতে হবে। গণপিটুনির নামে কেউ যেন আর কখনো কোনো নিরপরাধ নাগরিকের জীবন হরণ করতে না পারে, তা নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমরা আশা করি, সরকার দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এবং মানবাধিকার লঙ্ঘনের এই জঘন্য নজিরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
দ.ক.সিআর.২৫